আমাদের হিসাব ব্যবস্থাপনা সার্ভিস ও আউটসোর্সিং


হিসাব ব্যবস্থাপনা সার্ভিস হচ্ছে কোন প্রতিষ্ঠানের সহিত মাসিক চুক্তি ভিত্তিক হিসাব আপডেট করে দেয়ার একটি সার্ভিসের নাম। সেবা গ্রহনকারী প্রতিষ্ঠান শুধুমাত্র প্রতিদিনের লেনদেন করার তথ্যাদি অর্থাৎ আদান-প্রদান, ক্রয়-বিক্রয়ের হিসাব ভাউচার বা রেকর্ড সমূহ সরবরাহ করবে। অতঃপর প্রতিষ্ঠান কর্তৃপক্ষ হাতের মুঠোই তার প্রতিষ্ঠানের হিসাবের আপডেট রিপোর্ট স্বচ্ছতার সহিত নিয়মিত পরখ করতে পারবেন। এখানে সেবা গ্রহনকারী প্রতিষ্ঠান তার একজন সহকারী প্রতিনিধির মাধ্যমে সেবাটি নিয়মিত করতে সহযোগিতা করবেন। উল্লেখ্য যে, উক্ত ব্যক্তি বা প্রতিনিধিকে পূর্ণাঙ্গ একাউন্টেন্ট হওয়ার প্রয়োজন নেই।  এতদ্ সংক্রান্ত বিষয়ে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এই সেবাটি যে কোন প্রতিষ্ঠান খুবই স্বল্প খরচে পেতে পারেন। সেবাটি সম্পূর্ণ নিরাপদ এবং নিয়মিত অডিট সহায়ক যেখানে যথাযথ ‘প্রাইভেসি’ বজায় রাখা হয়।

একজন উদ্যোক্তা হিসেবে আপনি নিশ্চয় চাইবেন আপনার প্রতিষ্ঠানের একাউন্ট্স পরিচ্ছন্ন থাকুক।  সফ্টওয়্যার সেবায় দীর্ঘ দিনের অভিজ্ঞতায় আমরা লক্ষ্য করে আসছি, যথাযথ হিসাব ব্যবস্থাপনা না থাকার দরুন বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবের কাজ পেন্ডিং হয়ে থাকে। প্রতিষ্ঠান ব্যবস্থাপক তাঁর প্রতিষ্ঠানের অবস্থান বুঝতে পারেন না, লাভ-ক্ষতির হিসাব খুঁজে পান না। এভাবে চলতে চলতে দীর্ঘ দিনের হিসাব ভারে প্রতিষ্ঠানটি ন্যুজ হয়ে পড়ে।  বিশেষ করে দক্ষ একাউন্টেন্ট না থাকার কারণে হিসাবের যথাযথ ব্যবস্থাপনা ব্যঘাত ঘটে। সে সকল প্রতিষ্ঠানের জন্য “একাউন্টিং আউটসোর্সিং” প্রক্রিয়াটি খুবই সময় উপযোগী একটি পদক্ষেপ মনেকরি। সফ্টওয়্যার নির্ভর হওয়ায় এই প্রক্রিয়াটি একদিকে যেমন যথাযথ হিসাব ব্যবস্থাপনার উপযোগী, অন্যদিকে সাশ্রয়ী। যা একটি প্রতিষ্ঠানের খরচ বাঁচিয়ে দিতে সহযোগিতা করে।

 

 

 

Accounting Process Outsourcing


In this tech today for many employers is to outsource any function of the business. But what exactly is Accounting Outsourcing? As an entrepreneur are exposed to pressures in finding successful ways to attempt and optimize their business performance while reducing cost. The ‘Accounting Outsourcing Process’ is one of the effective cost-saving strategy for companies and their financial & accounting necessities. The Bangladesh is one of the most professional outsourcing destinations for any entrepreneur in next area. The business process outsourcing (BPO) company that provides teams of highly qualified accountants, bookkeepers and auditors who are willing to help each and every enterprise to streamline their finance and accounting functions. Of course, outsourcing is not a new concept. For years’ companies have outsourced their legal, advertising, printing and computer services so they benefit from professional expertise without substantially increasing overhead.